সরি স্যার
ভদ্রলোকের সাথে আমার প্রথম কথা হয়েছিল খুবই সংক্ষিপ্ত। ৯৮ এর এক ভুলে যাওয়া দুপুরে তিনি গ্রুপ থ্রির ক্লাশে ঢুকলেন ম্যাথ কুইজের খাতা নিয়ে। এসেই তিনটি রোল ডাকলেন যার মধ্যে ১৯৯৩০২৭ মানে আমার রোলটাও ছিল। তিনজনকে দাড় করালেন। হাসি হাসি মুখে বললেন, “এই তিনজনের নাম্বার অরিজিন পাস করেছে”। চট করে বুঝতে পারিনি। তবে ম্যাথের উপর আমার অপরিসীম ভালোবাসার কারণে বুঝতে পারছিলাম বিশাল কিছুই হয়েছে। খাতা হাতে পেয়ে বুঝলাম অরিজিন পাস মানে আমি ০০ পেয়েছি। ত্রিকোনমিতিতে অরিজিনের স্থানাঙ্ক ০০. মাথা নিচু করে শুধু বলেছিলাম – স্যরি স্যার।
২০ বছর পরে শ্রদ্ধেয় বিদ্যুৎ কুমার ভদ্র স্যারের সামনে দাঁড়িয়ে আজও কিছুই বলতে পারলাম না। স্যার কার্ড চাইলে নিচু মাথায় মুখ থেকে আবারো সেই কথাটাই বের হল – সরি স্যার।
editor's pick
latest video
news via inbox
Nulla turp dis cursus. Integer liberos euismod pretium faucibua