টক্সিক সাপোর্টাস

Published On: June 12, 2018By Tags: , , , Views: 54

ফিফার যতগুলো স্লোগান আছে তার মধ্যে অন্যতম একটা স্লোগান হল “Respect” মানে সম্মান। আপনি যদি আপনার প্রতিপক্ষকে সম্মান না দেন তবে দিনশেষে আপনি বিজয়ী হলেও খেলাটার মূলমন্ত্রের সাথে আপনি একমত নন। প্রতিপক্ষকে অসম্মান করে আর যাইহোক মানবিক হওয়া যায় না।

ব্রাজিল যখন ১৪ এর সেমিফাইনাল হারলো তখনো বলেছিলাম এই পরাজয়ে ব্রাজিল সম্মান হারায়নি। একটা বিশেষ দিনে, বিশেষ মূহুর্তে ভুল হতে পারে, হয়ে যায়। তার জন্য সেই দল বা সেই খেলোয়াড়ের সমস্ত অর্জন ব্যর্থ হয়ে যায় না। আপনি যদি এই বিশ্বকাপ থেকে খেলা দেখা শুরু করেন তবে আপনার চোখে এই বিশ্বকাপের সবথেকে অলস এবং বাজে ফুটবলার মেসি। সবথেকে স্লো, উদ্দেশ্যহীন, অগোছালো দল আর্জেন্টিনা। আপনার এই অবসারভেসন কারেক্ট। ১০০ পার্সেন্ট কারেক্ট। বাট এই একটা ম্যাচ দেখে যদি আপনি জাজমেন্টাল হয়ে আর্জেন্টিনা এবং মেসিকে ট্রল করেন তাহলে আপনার বোধ এবং বিচার বুদ্ধির সুস্থতা নিয়ে প্রশ্ন তোলায় যায়।

নতুন কোচের অধীনে ট্রানজিশন পিরিয়ড পার করা একটা দল অগোছালো ফুটবল খেলেছে। এখনো দলটার উইনিং কম্বিনেশন ঠিক হয়নি। রোহোর মত একটা উইংগার খেলছে সেন্ট্রাল ব্যাকে। ডিবালার মত একটা ট্যালেন্টের জন্য এখনো স্পট ঠিক করা সম্ভব হয়নি। মাশ্চেরানো এবং বিলিয়া দুজন্যই ডিফেন্সিভ মিড। এটাকিং কম্বিনেশন কিংবা ডিফেন্স চেরা পাস এদের কাছ থেকে আশা করা যায় না। এই অবস্থায় ৫-৫ এর দুই ডিফেন্স লাইন, যারা শারীরিকভাবে শক্তিশালী এবং খুবই অর্গানাইজড, ভেঙ্গে মাঝখান দিয়ে খেলে গোল করা খুবই কষ্ট সাধ্য। আজকে আর্জেন্টিনা এটা করতেই ব্যর্থ। মেসি পেনাল্টি মিস করেছে। বাজে শট ছিল। কোন সন্দেহ নেই। এসবের কোন কিছুই অজুহাত হবার মত ব্যাপার নয়। হওয়া উচিতও নয়। কিন্তু এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনেই আজকে আর্জেন্টিনা ড্র করেছে। এবং অবশ্যই আইসল্যান্ড জিততেও পারতো যোগ্য দল হিসাবে। এটাও বাস্তবতা। তার মানে কি এটাই যে একটা ফুটবল জাতির পূর্বের সকল অর্জন আপনি ভুলে যাবেন? একটা খেলোয়াড়ের এক যুগের সব অর্জনকে তুচ্ছ করবেন?

কিছু মানুষ আছেন যারা অন্যকে অসম্মান করে আনন্দ পান। এতে সম্ভবত তাদের অর্গাজম হবার ফিলিং আসে। সম্ভবত তারা আর অন্যকোন উপায়ে জৈবিক সেই চাহিদাটা পূরণে অক্ষম। আজকের ড্র এর পরে কিছু মানুষের স্ট্যাটাস আমাকে খুবই অবাক করেছে। এই অবাক করা মানুষদের সবাই উচ্চ শিক্ষিত। তারা অনেকদিন থেকে ফুটবল দেখছেন। সবাই ফুটবল বোদ্ধা না হলেও স্বাভাবিক জ্ঞান-বুদ্ধিটুকু অবশ্যই রাখেন। এই তারাই একটা ড্র এর পরে যে পরিমান ডিসরেস্পেক্ট দেখালেন তাতে একটা বিষয়ই বোঝা গেল আর সেটা হল আমারা প্রচন্ডভাবে অমানবিক একটা জাতি যারা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাই। আমি নিশ্চিত ব্রাজিলের সাথে কিংবা জার্মানি, স্পেন, পর্তুগালের সাথে, রোনাল্ডো, নেইমার বা ইনিয়েস্তার একটা বাজে দিনেও একই ঘটনা ঘটবে। কিন্তু এটা কারও কাম্য হতে পারে না।

ফেসবুকের বন্ধুত্ব বেশীরভাগ সময়ই মানসিকতার মিল দেখে হয় না কাজের প্রয়োজনেও হয়। কিন্তু যাদের মানসিকতার সাথে আমার যোজন যোজন ব্যবধান তাদের সাথে কাজ করাটাও বোধকরি সুখকর কোন অভিজ্ঞতা হবে না। তিক্ততা বাড়িয়ে লাভ কী বলুন। আপনি অন্যকে অসম্মান করে, হেইট স্পিচ দিয়ে অর্গাজম লাভ করুন কিন্তু সেই বিকৃত মানসিকতা দেখে আমি আপনার সম্পর্কে বাজে ধারণা রাখতে চাই না। অচিরেই এই বিকৃত রুচির মানুষগুলোকে আনফ্রেন্ড করবো। এতে আপনার কিছুই যাবে আসবে না জানি, তবে আমি অমানবিক প্রজন্মের, উদ্ভট মানসিকতার আর বিকৃত রুচির কিছু মানুষের তারচেয়ে বেশী নোংরামি দেখা থেকে তো বেঁচে যাবো। জ্ঞানীরা তো আর সাধে বলেননি “দূর্জন বিদ্বান হইলেও পরিতাজ্য”।

latest video

news via inbox

Nulla turp dis cursus. Integer liberos  euismod pretium faucibua

Leave A Comment