ঈদ কন্সেপ্ট
মাঝে মাঝে খুবই অবাক লাগে যে, আদতে আমরা ইসলামের বিধান, আচার-অনুষ্ঠান, নিয়ম-কানুন সম্পর্কে কত কম জানি অথচ আমরা সবাই প্রচন্ড আবেগ নিয়ে এই ধর্মটাকে ধারণ করি বলে প্রকাশ করি।
ইসলামকে আমরা বিভিন্ন জায়গায় বিক্রিও করি। ওয়াজের মাঠে, মার্কেটে, স্বেচ্ছাসেবা থেকে শুরু করে রোজার ইফতার পর্যন্ত। ঈদও তাই বাদ যায় না।
ঈদ মানে খুশি। খুশিটা কেন?
আপনি ৩০ দিন রোজা রেখেছেন। সংযম পালন করেছেন। আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে দূরে থেকেছেন। ঠিক মত নামাজ পরেছেন। দান করেছেন। আল্লাহর কাছে মাফ চেয়েছেন। গুনাহ থেকে মুক্তি চেয়েছেন। শবে কদর এর রাতে নিজের সাধ্যমত ইবাদত করে আল্লাহর কাছে নিজের এবং পরিবারের সবার গুনাহগুলো মাফ করার জন্য কান্নাকাটি করেছেন। শেষ দশ রোজায় ইতেকাফ করেছেন।
এই এত কিছুর পর আপনি ৩০টা/২৯টা রোজা পার করতে সক্ষম হয়েছেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দিয়েছেন। আপনি আশা করতে পারেন আল্লাহর কাছে আপনার যে গুনাহগুলো লিপিবদ্ধ ছিল, আল্লাহ সেগুলো মুছে দিয়ে আপনাকে নতুন জীবন দিয়েছেন।
এটাই আপনার খুশির কারণ। এটাই আপনার ঈদ। আপনি কৃতজ্ঞ। আপনি আরো বেশি আল্লাহর পথে চলার শিক্ষা, ধৈর্য্য এবং ইচ্ছাশক্তি অর্জন করতে পেরেছেন। এ কারণেই আপনাকে “ঈদ” বা “খুশির দিন” দেয়া হয়েছে।
আমাদের বাঙ্গালীদের কন্সেপ্ট পুরাই ভিন্ন।
আমাদের কনসেপ্ট হল রোজা মানে সারাদিন না খেয়ে, ইফতার এবং ডিনারে কোপা সামসুর রোল প্লে করা। করোনা বাঁধা আছে বলে ইফতার আর সেহরির পার্টিটা আপাতত অফ আছে। তবে যেকোন সময় চালু হয়ে যেতে পারে।
আমাদের কনসেপ্ট হল – সামনে ঈদ। সুতরাং মার্কেটিং করতে হবে ধুমায়ে। তামা-তামা করতে না পারলে আর কিসের ঈদ?
অথচ প্রকৃত মুমিন এবং যারা আসলেই সূক্ষভাবে বোঝেন তারাই রোজার মাসটা চলে গেলে খুব মন খারাপ করেন। রোজার মাস যে আল্লাহর রহমতের মাস এবং মাসটা চলে গেলে যে গুনাহ মাফের সুযোগ চলে গেল, সামনের বছর রোজা পর্যন্ত হায়াত আছে কিনা – এই দুঃখে অনেকে কেঁদেই ফেলেন।
আমাদের কন্সেপ্ট হল – রোজার জন্য ঈদ না, ঈদের জন্য রোজা।
৩০টা দিন কষ্টের পর এই দিনটাতে মুক্তি।
আমরা যারা এমন মানসিকতা নিয়ে রোজার মাস অতিবাহিত করি তাঁদের কাছে রোজার চেয়ে ঈদের গুরুত্বই বেশি থাকবে। আমরাই মসজিদ না খুলে মার্কেট খুলে দিলে খুশি হব।
আমাদের কাছেই হয়তো, ইবাদত ইজ ফ্যাশন, মার্কেটিং ইজ প্যাশন।
টেবিল ভর্তি ইফতারের ছবি দিয়ে আপনি কী বোঝাতে চান?
– আপনি অনেক পদের খাবার দিয়ে ইফতার করছেন?
– আপনি ভালো রান্না জানেন?
– আপনার খাবার টেবিল সাজানো খুব সুন্দর হয়?
উপরের সবগুলোই আপনার অর্জিত গুনাবলী। আপনার মত অনেকেই এগুলো অর্জন করতে পারে।
কিন্তু জাতীয় এই দূর্যোগের দিনে, যেখানে আজ অসংখ্য মানুষ প্রথম রোজার ইফতার মুখে দিতে গিয়ে প্রিয়জন হারানোর কষ্টে কান্নায় ভেঙ্গে পড়েছেন, অনেক মানুষ হয়তো রাতের সাহরিতে কী খাবেন সেটা চিন্তা করে সামান্য কিছু মুখে দিয়ে ইফতার করেছেন সেখানে, মানবিকতা ও কমন সেন্স নামক দুটো গুন না আপনার মত অনেকেই অর্জন করতে পারেনি।
নিজের গুনটা প্রকাশ করতে যেয়ে নিজেকে মানব সমাজে বসবাসের অযোগ্য প্রমাণ করে ফেললে আপনার আরও একটা বিশাল অর্জন আমাদের সামনে চলে আসে।
আপনি একটা আস্ত ***দা
editor's pick
latest video
news via inbox
Nulla turp dis cursus. Integer liberos euismod pretium faucibua